সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ সোমবার (০৫ জুলাই) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএসআরএফের নের্তৃবৃন্দ। এসময় মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএসআরএফ সাংবাদিকদের খুবই গুরুত্বপূর্ণ একটি সংগঠন। এ সংগঠনের সদস্যরা রিপোর্টিংয়ের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি ভুল ত্রুটি থাকলেও সেটিও তুলে ধরেন। তবে ভুল রিপোর্টিং যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য কমিটির সদস্যদের প্রতি অনুরোধ জানান তিনি।
মন্ত্রী বলেন, সুরক্ষা অ্যাপে সম্মুখ যোদ্ধা হিসেবে আগেরমত গণমাধ্যম কর্মীদের অগ্রাধিকার যাতে পায় সেজন্য সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হবে। ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা আগেরমত অগ্রাধিকার পাবেন বলে আশ্বাস দেন তিনি।
বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসউদুল হক, সহ-সভাপতি মোতাহার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মেহদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন, দফতর সম্পাদক মোসকায়েত মাশরেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহরাম খান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তাওহীদুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসাইন রাসেল, মাইনুল হোসেন পিন্নু, শাহজাহান মোল্লা, হাসিব মাহমুদ শাহ, শাহাদাত হোসেন রাকিব ও বেলাল হোসেন এসময় উপস্থিত ছিলেন।