বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস, সম্পাদক মাসউদুল
সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি আবারও নির্বাচিত হয়েছেন তপন বিশ্বাস (দৈনিক জনকণ্ঠ)। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসউদুল হক (ইউএনবি)।
জাতীয় প্রেস ক্লাবে রোববার (১৩ জুন) সংগঠনটির ২০২১-২২ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান যুগান্তর সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এ সময় তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, বিএসআরএফের ১৫৪ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৫২ জন। এটি প্রমাণ করেছে বিএসআরএফ একটি কার্যকর শক্তিশালী সংগঠন। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে। এজন্য বর্তমান কমিটিকেও তিনি ধন্যবাদ জানান। নির্বাচন কমিশনের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন।
সংগঠনটির বর্তমান সভাপতি তপন বিশ্বাস ৮৮ ভোট পেয়ে আবারও নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফসিহ উদ্দীন মাহতাব পেয়েছেন ৬১ ভোট। সহসভাপতি পদে মোতাহার হোসেন ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোরছালীন বাবলা (চ্যানেল আই) পেয়েছেন ৬৪ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী মাসউদুল হক পেয়েছেন ৮৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আরীফ হোসেন (এটিএন নিউজ) পেয়েছেন ৬৭ ভোট।
কার্যনির্বাহী কমিটির ১৭টি পদের মধ্যে প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ছাড়া সব পদে ভোট অনুষ্ঠিত হয়েছে। তাওহিদুল ইসলাম (আমাদের সময়) বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটিতে সহসাধারণ সম্পাদক জাগরণের মেহেদী আজাদ মাসুম (৮২), সাংগঠনিক সম্পাদক ভোরের ডাকের আকতার হোসাইন (১০২), অর্থ সম্পাদক বিটিভির মো. শফিউল্লাহ সুমন (১১৩), দপ্তর সম্পাদক রেডিও টুডের মো. মোসকায়েত মাশরেক (৯৮) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের বাহরাম খান (৯৬)।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন জাগো নিউজের ইসমাইল হোসাইন রাসেল (১৪০ ভোট), ইত্তেফাকের এমএ জলিল মুন্না (মুন্না রায়হান) (৮১), মাইটিভির মাইনুল হোসেন পিন্নু (৭৬), বার্তা২৪-এর শাহজাহান মোল্লা (৭৪), ইনডিপেনডেন্ট টিভির হাসিফ মাহমুদ শাহ (৬৯), ঢাকা পোস্টের শাহাদাত হোসেন (রাকিব) (৫৬), আমার সংবাদের মো. বেলাল হোসেন (৫৫) ও যমুনা টিভির মো. রুবায়েত হাসান (৫১)।