বিএসআরএফ-ওয়ালটন স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২২ এ আজ সোমবার (২৮ নভেম্বর) দাবা খেলা অনুষ্ঠিত হয়। যেখানে মোট ১৪ জন দাবাড়ু অংশ নেন।
সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তপন বিশ্বাস (জনকণ্ঠ) আর রানার্সআপ হন মোসকায়েত মাশরেক ( খবর সংযোগ ডট কম) এবং ওমর ফারুক (কালের কণ্ঠ)তৃতীয় স্থান দখল করেন।
সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে আজ সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন এ ফেস্টিভ্যালের উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হক।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) ও ওয়ালটনের আয়োজনে এই ফেস্টিভ্যালে মোট ৭টি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ৬টি বিএসআরএফ সদস্যদের জন্য। এছাড়া ১টি ইভেন্ট সদস্য নয় এমন সাংবাদিকদের জন্য।
দাবা, ক্যারাম একক, ক্যারাম দ্বৈত, তাস, টেবিল টেনিস, লুডু সদস্যদের জন্য এবং লুডু সদস্য নয় এমন সাংবাদিকদের জন্য।
আগামী ১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।