বিএসআরএফ-কে দুটি ল্যাপটপ দিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
বুধবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে 'বিএসআরএফ সংলাপ'-এ অংশ নেয়ার পর মন্ত্রী বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর নেতৃবৃন্দের হাতে এ উপহার তুলে দেন।
বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় ল্যাপটপ হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া।
সংলাপে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোতাহার হোসেন, যুগ্ম সম্পাদক মেহেদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, দপ্তর সম্পাদক মোসকায়েত মাশরেক,প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তাওহীদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসাইন রাসেল , মুন্না রায়হান, হাসিফ মাহমুদ শাহ, শাহাদাত হোসেন রাকিব, বেলাল হোসেন, উপস্থতি ছিলেন।